প্রকাশিত: Thu, Dec 15, 2022 5:37 PM
আপডেট: Wed, Apr 30, 2025 4:34 AM

যাদের হাতে রক্তের দাগ, তারা রাষ্ট্র মেরামত করতে পারবে না: ওবায়দুল কাদের

সালেহ্ বিপ্লব, মহসীন কবির: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যাদের হাতে ১৫ আগস্ট, ৩ নভেম্বর ও ২১ আগস্টের রক্তের দাগ- তারা কোনভাবেই রাষ্ট্র মেরামত করতে পারবে না। বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন প্রধান অতিথি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপির এক নেতা বলেছেন, রাষ্ট্র মেরামতের রূপরেখা তৈরি করছেন, ঘোষণা দেবেন। এটা বিএনপি তৈরি করবে? যাদের হাতে রক্তের দাগ- তারা করবে রাষ্ট্র মেরামত? বঙ্গবন্ধুর খুনীদের মুক্তি দিতে যারা আমাদের সংবিধান সংশোধন করেছে; ৫ বার যারা দুর্নীতিতে বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে- তারা করবে রাষ্ট্র মেরামত? যারা আমাদের দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, যারা দণ্ডিত হয়েছে- তারা করবে রাষ্ট্র মেরামত? 

ওবায়দুল কাদের বলেন, মুচলেকা দিয়ে যিনি লন্ডনে চলে গেছেন- তিনি হবেন আপনাদের নেতা? ১০ ডিসেম্বরের পর নাকি খালেদা জিয়া দেশ চালাবেন, কোথায় গেল সেই অহংকার? বাংলাদেশের জনগণ আপনাদের দম্ভ চুর্ণ-বিচুর্ণ করে দিয়েছে। সম্পাদনা: খালিদ আহমেদ